আবাসন প্রকল্পের ১০ ঘর পুড়ে ছাই

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঝালকাঠি

ঝালকাঠির সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চরবাটারকান্দা আবাসন প্রকল্পে অগ্নিকাণ্ডে ১৭নং ব্র্যাকের ১০টি ঘর পুড়ে গেছে। গতকাল রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, আবাসন প্রকল্পের জামালের স্ত্রী গৃহিণী সুমি রান্না বসিয়ে গোসল করতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখতে পান, রান্নাঘরে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে। পাশাপাশি বসানো টিনের তৈরি ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আধার চান, মো. জামালেরসহ একে একে ব্র্যাকের নির্মিত ১০টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘটনার সময় আবাসন এলাকার অনেক নারী, শিশু ও বৃদ্ধ ঘরের ভেতরে বা আশপাশে ছিলেন। আগুনের ভয়াবহতা দেখে অনেকেই আতঙ্কিত হন। এ সময় আগুন নেভাতে গিয়ে এবং ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে সাতজনের বেশি মানুষ আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে আশপাশের বসতিতে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে।