ভোটের গাড়ি ত্রিশালে

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ময়মনসিংহ প্রতিনিধি

আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনে দেশের চাবি আপনার হাতে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম। গতকাল রোববার সকালে উপজেলার সরকারি নজরুল একাডেমি মাঠে আনুষ্ঠানিকভাবে এই প্রচারণা কার্যক্রম শুরু হয়। নির্বাচন বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে পরিচালিত ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ সকালে ত্রিশালে এসে পৌঁছায়। গাড়িটির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গণভোট ও সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরা হয়। প্রচার কার্যক্রমের অংশ হিসেবে গাড়িটিতে প্রদর্শিত হয় বিভিন্ন প্রামাণ্যচিত্র। এতে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের ভূমিকা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং সীমান্তে ফেলানী হত্যার মতো আলোচিত ঘটনাগুলো তুলে ধরা হয়। সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত পাঁচটি পিএসএ (পিভিসি) প্রদর্শনের মাধ্যমে অতীতের গণতান্ত্রিক ঘাটতি, সীমান্ত হত্যাকাণ্ড এবং তরুণ ও নারীদের বঞ্চিত হওয়ার চিত্র তুলে ধরা হয়। আয়োজকরা জানান, এসব প্রামাণ্যচিত্র ও ভিডিও প্রদর্শনের মাধ্যমে জনগণকে গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কে সচেতন করার পাশাপাশি ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করাই ছিল মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।