মেধা বৃত্তি প্রদান
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও শিক্ষা ক্ষেত্রে মানবিক সহায়তা জোরদারে শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার চান্দিনা বাজারের একটি পার্টি সেন্টারে এফআর হিউম্যান কেয়ার এর উদ্যোগে ‘এফআর মেধা বৃত্তি’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও বৃত্তির চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- অস্ট্রেলিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রফেসর ড. আজহারুল করিম।
এফআর হিউম্যান কেয়ারের সাবেক চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- এফআর হিউম্যান কেয়ারের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম, চান্দিনা পৌরসাভার সাবেক মেয়র শাহ মোহাম্মদ আলমগীর খাঁন, হারং আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা আবুল হাশেম, চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম আজিজুল হক।
