অবৈধ কয়লা কারখানা ধ্বংস

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে পরিবেশ ও আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি অবৈধ মিনি পেট্রোল পাম্পের কর্মচারীকে এক লাখ টাকা জরিমানা এবং অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদনকারী একটি কারখানা সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরের পর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন। এসময় ফায়ার সার্ভিস ও চরফ্যাশন থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন জানান, চরফ্যাশন সদরের শরীফপাড়ায় গড়ে ওঠা মেসার্স মামুন ব্রাদার্স মিনি পেট্রোল পাম্পটিতে লাইসেন্সসহ বিভিন্ন বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে পাম্পটির কর্মচারী মো. ফিরোজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া নুরাবাদ ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডে সদ্য গড়ে ওঠা একটি অবৈধ কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা পরিবেশের মারাত্মক ক্ষতি করায় কারখানাটি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়।