দিনাজপুরে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জিয়া হার্ট ফাউউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০তম জন্মবার্ষিকী উদযাপন। গতকাল সোমবার দিনাজপুর জিয়া হার্ট ফাউউন্ডেশনের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক একেএম আজাদ বলেন, দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারি হয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। মুক্তিযুদ্ধ শুরু করেন। পরবর্তী সময়ে দেশের এক চরম নৈরাজ্যকর পরিস্থিতিতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ ১৯ জানুয়ারি। তিনি ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তিনি আরও বলেন, গত ৩০ ডিসেম্বর জিয়াউর রহমানের সহধর্মিণী, দিনাজপুরের কন্যা, আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির চেয়ারম্যান হয়েছেন তাদের বড় ছেলে তারেক রহমান। ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা তারেক রহমানের নেতৃত্বেই আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জিয়াউর রহমানের গড়া দল বিএনপি। জিয়া হার্ট ফাউউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবীর, দিনাজপুর জজ কোর্টের জিপি মোল্লা মো. সাখাওয়াত হোসেনসহ জিয়া হার্ট ফাউন্ডেশন ও অঙ্গ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীরা।
