রংপুরে ১০ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় ১০ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে গঙ্গাচড়া থানা পুলিশ ও লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। গতকাল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর-লালমনিরহাট সড়কের কালিগঞ্জ উপজেলার সিরাজুল মার্কেট এলাকায় একটি পিকআপ ভ্যানকে ধাওয়া করে লালমনিরহাট ডিবি পুলিশ। ধাওয়া চলাকালে পিকআপটি দ্রুত রংপুরের গঙ্গাচড়া এলাকায় প্রবেশ করলে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের একটি পিলারে ধাক্কা লাগে। এ সময় চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পিকআপ ভ্যানটি তল্লাশি করে ৮৮৫ বোতল বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানান, মাদক পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
