যশোরে যাচ্ছেন জামায়াত আমির

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  যশোর প্রতিনিধি

আগামী ২৭ জানুয়ারি মঙ্গলবার যশোরে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন সকাল ৮টায় যশোরে বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করবেন তিনি। এ উপলক্ষ্যে গতকাল সোমবার বিকেল ৩টায় জেলা কার্যালয়ে জরুরি জেলা কর্মপরিষদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। নির্বাচনি জনসভা সফল করতে জেলা আমির অধ্যাপক গোলাম রসুল সকল দায়িত্বশীলদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, গোলাম কুদ্দুস, রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গাজী এনামুল হক, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা, নূর আল মামুন, অধ্যাপক জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতারা।