সিরাজদিখানে মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বসতঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ। উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর নুর জামাল মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজানগর ইউনিয়নের নয়া নগর গ্রামের মৃত লতিফ মিয়ার মেয়ে আমেনা বেগম (৪০) ও তার মেয়ে মরিয়ম (৫)।
এ বিষয় সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড হয়েছে। তার স্বামী পেশায় একজন দিনমজুর। ঘটনার পর থেকে সে পলাতক।
