আদমদীঘিতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে ৪র্থ শ্রেণির (১৪) এক হিন্দু পরিবারের ছাত্রীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে দুই বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। আদমদীঘি থানা পুলিশ গত রোববার রাতে এ ঘটনায় জড়িত আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বড়আখিড়া মন্ডলপাড়ার শ্রী নেপাল চন্ত্র সরকারের ছেলে শ্রী শিপন কুমার সরকার ও একই গ্রামের শ্রী সত্যনাথ দাসের ছেলে শ্রী সজল দাস ওরফে সঞ্জয় নামের দুই লম্পটকে গ্রেপ্তার করেছে। পরদিন গতকাল সোমবার ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দী গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

আদমদীঘি থানা ও মামলা সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার বড়আখিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির হিন্দু পরিবারের ওই ছাত্রী গত ৯ জানুয়ারী বেলা সাড়ে ১১টায় নিজ বাড়ি বড়আখিড়া মন্ডলপাড়া হতে প্রাইভেট পড়তে যাবার পথে আসামি সজল দাস ওরফে সঞ্জয় তাদের বাড়ি ফাঁকা থাকার সুযোগে কৌশলে ওই ছাত্রীকে ডেকে বাড়িতে নিয়ে যায়।

সেখানে আগে থেকেই অবস্থান করছিল অন্য আসামি শ্রী শিপন কুমার সরকার। এরপর আসামিরা ওই ছাত্রীকে একটি কক্ষে নিয়ে মুখ বেঁধে তার ইচ্ছের বিরুদ্ধে দুজন মিলে পালাক্রমে ধর্ষণ করে।