তিন মাদকসেবির কারাদণ্ড
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার রশুনিয়া ইউনিয়নের খিল্লাপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন- উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা তিনটি মামলায় তিনজন আসামিকে দোষী সাব্যস্ত করা হয়।
অভিযানে আসামিদের কাছ থেকে মাদক সেবনে ব্যবহৃত সরঞ্জাম এবং গাঁজা উদ্ধার করা হয়, যা তারা সেবনের উদ্দেশে নিজ দখলে রেখেছিল। প্রতিটি মামলায় প্রত্যেক আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন- সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম।
