শ্রীমঙ্গলে চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্বপন দেব, মৌলভীবাজার

সারি সারি চা বাগান, বিশাল হাওর, পাহাড়ি এলাকা বেষ্টিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে গত চার দিন থেকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বাড়তে থাকায় শীত তেমনটা অনুভূত হচ্ছে না। গতকাল মঙ্গলবার সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৯ টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.০ ডিগ্রি সেলসিয়াস। গত রোববার সকাল ৬ টায় ও ৯ টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে শনিবার সকাল ৬ টায় ও ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল জানান, সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯ টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস।। আরও কয়েক দিন তাপমাত্রা এরকমই থাকবে। সন্ধ্যা ও রাতে ঠান্ডা বেশি অনুভূত হলেও ভোরবেলা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ভাড়াউড়া চা বাগানের বাসিন্দা সমরেন্দ্র দাস ও জয়দ্বীপ ঘোষ জানান, গত কয়েকদিন ধরে চা বাগান এলাকায় শীত খুব বেশি লাগছে। আর সন্ধ্যা বেলা ও মাঝ রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। আমরা গরম কাপড় পড়েও শীত নিবারণ করতে পারছি না। তাই প্রতিটি ঘরে লাকড়ি (কাঠ) জ্বালিয়ে শীতের তীব্রতা থেকে বাঁচতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এভাবে কতদিন কাটাতে হবে জানি না।