শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের পঞ্চসার এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আল আমিনকে (৩৫) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার এ তথ্য জানান মুন্সীগঞ্জ সদর থানার মমিনুল ইসলাম। গ্রেপ্তার আল আমিন স্থানীয় একটি সুতা তৈরির ফ্যাক্টরিতে কাজ করেন। ওসি মমিনুল ইসলাম বলেন, গত সোমবার বিকালে ঘটনার মাত্র ৫ ঘণ্টার মাথায় তাকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পরে ওই ব্যক্তি আদালতে ১৬৪ ধারায় ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
?ওসি জানান, গত সোমবার বিকাল ৪টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দশকানি (ভূইয়াবাড়ী) এলাকায় মজিবুর ভূইয়ার বাড়ির সামনে খেলা করছিল ভুক্তভোগী শিশুটি। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া আল আমিন কৌশলে শিশুটিকে পাশের একটি বাথরুমে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর ওই শিশুর বাবা মুন্সীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিকভাবে ধর্ষণ মামলা রুজু করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত আল আমিন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
