ঝগড়া থামাতে গিয়ে যুবক খুন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় সরকারি ট্যাপের পানি নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে মো. নাসিরুদ্দিন বাসু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে রেলওয়ে স্টেশন সংলগ্ন প্রান্তিক পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাসিরুদ্দিন ওই এলাকার মৃত আখতার মুন্সির ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি ট্যাপের পানি সংগ্রহ করা নিয়ে স্থানীয় বাসিন্দা নুরী বেগম ও লাইলা বেগমের মধ্যে বিবাদ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়লে নাসিরুদ্দিন বাসু তা থামাতে এগিয়ে যান।
এ সময় নুরী বেগমের বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে লক্ষ্য করে সজনে গাছের ডাল দিয়ে ঘাড়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নিয়াজ, তার স্ত্রী মোসা. সোহাগী, তার দুই ছেলে মেহেদী ও মো. রফিক, নুরী বেগম ও তার স্বামী মো. বাবু এবং তার বোন মোসা. খতিজা বেগম। তাদের বাড়ি সদর উপজেলার সুইচগেট পাইকড়তলা, প্রান্তিক পাড়া ও মসজিদপাড়া এলাকায়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, পানি নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে নাসিরুদ্দিন বাসু নামে একজন নিহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, গত ১ সপ্তাহ আগে নাসিরুদ্দিন বাসুকে মাদক কেনা-বেচাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে দুর্বৃত্তরা এলোপাথাড়িভাবে মারধর করে তাকে গুরুতর জখম করে।
