বাসাবাড়িতে অগ্নিকাণ্ডে শিক্ষার্থীসহ দগ্ধ চার

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে আশুলিয়ার ইসলামনগর এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এতে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম দগ্ধ হন। দগ্ধ অন্য তিনজন হলেন- বাড়ির মালিক আব্দুর রহমানের দুই ছেলে মো. রায়হান ও মো. রাহাত এবং স্থানীয় ভাড়াটিয়া মো. হাসিনুর। জাতীয় স্মৃতিসৌধ ফারির দায়িত্বে থাকা এসআই (উপ-পরিদর্শক) মো: শহীদুজ্জামান বলেন প্রথমে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে এমন খবর শুনে ঘটনা স্থলে যাই পরে স্থানীয় বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর জানায়, ওই বাড়ির মালিকের দুই ছেলের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব চলেতো। ঘটনার দিন মো. রায়হান তাদের বাড়ির দ্বিতীয় তলায় একটি কক্ষে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে বাসার মালিকের পূর্বপরিচিত সাইফুল ইসলাম ও হাসিনুর বিবাদ মেটাতে যান। একপর্যায়ে মো. রায়হান গ্যাস লাইটার জ্বালালে আগুন ধরে যায়। এ ঘটনায় চারজন গুরুতর আহত হন। তবে যেহেতু আমরা ঘটনার দুই রকম বর্ণনা পেয়েছি তাই এনিয়ে তদন্ত চলমান রয়েছে, আসল ঘটনা তদন্ত শেষে জানা যাবে।

জাবি চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক জানান, গুরুতর দগ্ধ হয়ে দুইজন সেখানে চিকিৎসা নিতে এসেছিলেন। এছাড়া আরও দুইজন দগ্ধ হয়ে সাভারে চিকিৎসা নিতে গেছেন বলে জেনেছেন তিনি। যে দুইজন চিকিৎসা নিতে এসেছিলেন, তাদের মধ্যে আহত সাইফুল ইসলামের শরীরের ৭০ শতাংশের মত দগ্ধ হয়েছে বলে ধারণা করছেন তিনি।

আশুলিয়ার জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আহমেদুল কবীর বলেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছিল। তবে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।