আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঝালকাঠি প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি’র প্রার্থী রফিকুল ইসলাম জামাল। গতকাল বুধবার সকালে কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া হক্কোননুর দরবার শরীফে বিএনপি প্রার্থীর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠক বিএনপি’র প্রার্থী রফিকুল ইসলাম জামালকে ফুল দিয়ে শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ১ আসনের বিএনপি’র প্রার্থী রফিকুল ইসলাম। হক্কোননুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ মঞ্জিল মোর্শেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রয়ী ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দলের রাজাপুর উপজেলা আহ্বায়ক বাবু রতন দেবনাথ, কাঠালিয়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজামসহ দলীয় নেতাকর্মীরা।

এ সময় রফিকুল ইসলাম জামাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার অভাবে যখন ধুকেধুকে হাসপাতালের বিছনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তখন আমরা শেখ হাসিনার কাছে অনুরোধ করে ছিলাম, দলের পক্ষ থেকে আমাদের দেশনেত্রীর একটু চিকিৎসার জন্য, কিন্তু শেখ হাসিনা অনুমতি দিলেন না। অন্যদিকে আমরা দেখেছি, তখন দেশের এমপি মন্ত্রীদের যদি ঠান্ডা জ্বর হতো তারা লন্ডনে গিয়ে ভারতে গিয়ে চিকিৎসা করেছে। আজ তারা দেশ ছেড়ে পালিয়েছে। এখন দেশে একটি সুন্দর নির্বাচন হতে যাচ্ছে। নেতাকর্মীদের রাস্তায় রাস্তায় গিয়ে সেলফি না করে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান তিনি।