কক্সবাজারে একদিনে চারজনের অস্বাভাবিক মৃত্যু

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কক্সবাজার অফিস

কক্সবাজার জেলায় একদিনে চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গলা কেটে হত্যা করা হয়েছে এক নারীকে। অজ্ঞাত পরিচয়ে উদ্ধার হয়েছে ২ জনের লাশ। গতকাল বুধবার পৃথক সময় কক্সবাজার সদর উপজেলা ও টেকনাফে এসব ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এরমধ্যে গতকাল বুধবার দুপুর পৌনে ২টার দিকে সদরের খুরুশকুল ইউনিয়নের মনুপাড়ার মোটরসাইকেল আরোহি কক্সবাজার সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাসিব-এর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থী চৌফলদন্ডী বাজার পাড়ার রবিউল আলমের ছেলে। কক্সবাজার সদর থানার ওসি-অপারেশন মো. বাবুল মিয়া জানিয়েছেন, নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কক্সবাজারে আসছিলো এই শিক্ষার্থী। ঘটনাস্থলে এসে একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে মোটরসাইকেলের ধাক্কা দেয়। এতে ওই মানসিক ভারসাম্যহীন রক্তাক্ত হয়ে আহত হন। ওই পরিস্থিতিতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে অজ্ঞান হন রাসিব। স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করে। চিকিৎসকদের মতে রক্ত দেখেই হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আহত পথচারিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। গতকাল বুধবার দুপুরে কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে নিজ বাড়ির নলকূপের পাশে জবাই করে হত্যা করা হয়েছে বিবি আমেনা নামের এক নারীকে। নিহত নারী কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নের ঘোনার পাড়ার মোহাম্মদ শহিদুলের স্ত্রী। আমেনার কন্যা (নাম জানা যায়নি) জানান, দুপুরে খাবার খেয়ে নলকূপে পানির জন্য গেলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় আমেনার কপালে আঘাত আর গলায় ছুরির আঘাত লক্ষ্য করে। প্রতিবেশীরা আমেনাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে লাশ মর্গে প্রেরণ করেন।

নিহতের স্বামী শহিদুল বলেন, আমি বাসায় ছিলাম না। আমার ছেলে মেয়ে মায়ের মৃত্যুর খবর পেয়ে আমাকে কল দেয়। আমি হাসপাতালে আসি স্ত্রীর লাশ দেখতে পায়। কক্সবাজার সদর থানার ওসি-অপারেশন মো. বাবুল মিয়া জানান, হত্যার প্রাথমিক কারণ জানতে পুলিশ পরিবারের সদস্যসহ বিভিন্ন জনের সঙ্গে আলাপ করছেন। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বাঁকখালী নদীর প্যারাবন থেকে অনুমানিক ৫০ বছর বয়সের এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম জানান, স্থানীয়দের ৯৯৯ নম্বরে ফোন করে দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়। এই ব্যক্তির মৃত্যু কয়েকদিন আগে হতে পারে। সোয়েটার আর লুঙ্গি পরিহিত ব্যক্তির মুখ, কান, কাঁকড়ায় খেয়ে ফেলছে। রক্ত বের হচ্ছে। মৃত্যুর কারণ জানতে লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনে বিস্তারিত জানা যাবে। পরিচয় শনাক্তের কাজ চলছে। এদিকে, গতকাল বুধবার দুপুরে টেকনাফের স্থলবন্দরের পশ্চিমের পাহাড়ে ঝুলন্ত অবস্থায় আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম।