রিভলবার ও গুলিসহ ২২ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ২২টি মামলার আসামি সুজনকে (২৯) বিদেশি রিভলবার ও সাত রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় রুবেল (৩৫) নামে তার এক সহযোগীকেও আটক করা হয়। গতকাল ভোরে র‌্যাব-১১, সিপিএসসির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সুজনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সুজন বন্দর চাঁনপুর এলাকার কানা মতিনের ছেলে এবং মো. রুবেল একই এলাকার মৃত আলীর ছেলে। সুজনের বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র, ডাকাতি ও হত্যা মামলাসহ অন্তত ২২টি মামলা রয়েছে।র‌্যাব জানায়, বন্দর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী সুজন ও তার বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল, আধিপত্য বিস্তারসহ একাধিক অভিযোগ রয়েছে। নতুন স্থাপনা নির্মাণে চাঁদা আদায়, চাঁদা না দিলে কাজ বন্ধ ও মারধর, শীতলক্ষ্যা নদীর তীরবর্তী পয়েন্টে ট্রলার ও বাল্কহেড থেকে চাঁদা আদায় এবং ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত ‘মাসোহারা’ আদায়ের অভিযোগ রয়েছে। এছাড়া সাধারণ মানুষের পৈতৃক জমি জোরপূর্বক দখল ও ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জমি লিখে নেওয়ার ঘটনাতেও সে এলাকায় কুখ্যাত বলে জানায় র‌্যাব।

আধিপত্য বজায় রাখতে সুজন আগ্নেয়াস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী ব্যবহার করত। তার ছত্রছায়ায় মদনপুর ও বন্দর এলাকায় গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলের একটি সক্রিয় মাদক নেটওয়ার্ক গড়ে ওঠে।