মঠবাড়িয়ায় মাদক ও অস্ত্রসহ আটক তিন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল বুধবার ভোর ৫টার দিকে উপজেলার তুষখালী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটব করা হয়। আটকরা হলেন- উপজেলার তুষখালী গ্রামের বাসিন্দা আফজাল হোসেনের ছেলে মো. রাকিব (২৪), একই ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের বাসিন্দা মো. মিলনের ছেলে আসাদ (২৬) ও ওই গ্রামের ফুল মিয়া হাওলাদারের ছেলে নুর আলম (৩২)। মঠবাড়িয়া সেনাক্যাম্পের মেজর মোস্তফা কামাল বলেন, মঠবাড়িয়ার তুষখালী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এসময় আটকদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদক, মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
