মহিলা দলের নেত্রীর ওপর হামলার অভিযোগ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরের হাট খালিশপুর গ্রামে ধানের শীষের পক্ষে ভোট চাইতে গিয়ে নারী নেত্রীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে গতকার বুধবার দুপুরে মহেশপুরের হাট খালিশপুর গ্রামের জামায়াত নেতা আব্দুল গফুরের বাড়িতে। মহেশপুর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক রুপা খাতুন অভিযোগ করেন, ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনির পক্ষে ভোট চাইতে তারা হাট খালিশপুর গ্রামে আব্দুল গফুরের স্ত্রী রোকেয়া খাতুনের বাড়িতে যান। এ সময় রোকেয়া খাতুন তাদের সঙ্গে অপমানজনক ভাষায় কথা বলেন। এক পর্যায়ে কথা কাটাকাটি হলে রোকেয়া খাতুন রুপা খাতুনের মুখে চড় মারেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় রুপা খাতুনের সঙ্গে ছিলেন এসবিকে ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী তানিয়া খন্দকার, সাহিদা খাতুন, যমুনা খাতুন প্রমুখ। অপরদিকে এ অভিযোগ অস্বীকার করে জামায়াত ইসলামের নারী কর্মী রোকেয়া খাতুন বলেন, তিনি কাউকে চড় মারেননি। মোবাইলে ভিডিও করার সময় ধস্তাধস্তিতে তার হাতে আঘাত লেগে মোবাইল ফোনটি মাটিতে পড়ে যায়। বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মহেশপুর থানার এসআই টিপু সুলতান জানান, ঘটনার বিষয়ে উভয় পক্ষের বক্তব্য শোনা হচ্ছে।