গজারিয়ায় অস্ত্র উদ্ধার
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা এলাকা থেকে সেনাবাহিনীর যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১টি শুটার গান উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের পুরাতন চরচাষি এলাকায় এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর যৌথ টিম। সেনাবাহিনী প্রেস বিজ্ঞাপ্তিতে জানান, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্পের একটি গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন চরচাষি এলাকার সন্দেহভাজন সন্ত্রাসী মোবারক সরকারের বাসায় তল্লাশি চালিয়ে ১টি শুটার গান উদ্ধার করা হয়।
