ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নীলফামারীর জলঢাকায় ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর আয়োজনে এবং উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে জলঢাকা সরকারি কলেজ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নায়িরুজ্জামান। এছাড়াও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন, জেলা নির্বাচন অফিসার লুৎফুল কবীর সরকার, থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম, ক্যাপ্টেন রায়হান মোহাম্মদ শাহরিয়ার ও উপজেলা নির্বাচন অফিসার উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের অংশগ্রহণে নির্বাচনি আইন, বিধি-বিধান, ভোটগ্রহণের পদ্ধতি ও সঠিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।