বাসের ধাক্কায় নৌবাহিনীর কর্মকর্তা নিহত

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাজমুস সাকিব নামে বাংলাদেশ নৌবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইকরাম নামে নৌবাহিনীর এক নাবিক গুরুতর আহত হয়েছে।

গতকাল শুক্রবার সকালে পটিয়া বাইপাস সড়কের গাজী বাড়ি গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুস সাকিব ও আহত ইকরাম উভয়ই চট্টগ্রামের পতেঙ্গা নৌঘাঁটিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ছুটির দিনে মোটরসাইকেলে চড়ে পতেঙ্গা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিলেন নৌবাহিনী কর্মকর্তা নাজমুস সাকিব ও নাবিক মো. ইকরাম।