ইয়াবাসহ তিন কারবারি আটক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যরো
র্যাব-১৩ এর পৃথক অভিযানে ১০০ বোতল এস্কাফ (ঊঝকঁভ) এবং ৩ হাজার ৯১৫ পিস ইয়াবা জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক নির্মূলে র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সকাল ১১টায় র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন ৫নং লক্ষ্মীটারী ইউনিয়নের ইশোরকোল গ্রামের জোড়া ব্রীজের উপর চেকপোস্ট পরিচালনার করে মোটরসাইকেল তল্লাশীকালে মোটরসাইকেলের ট্যাংক ও সীটের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ১০০ বোতল এস্কাফ এবং ০১টি মোটরসাইকেল জব্দসহ মাদক ব্যবসায়ী লালমনিরহাট জেলার আদিতমারী থানার মহিষখোচা ডাকুর খামার এলাকার আতাউর রহমান ও মোর্শেদা বেগমের ছেলে মো. মোরসালিন মিয়া ও মহুবার রহমান ও মেরিনা বেগমের ছেলে মো. রুবেল মিয়াকে, আটক করতে সক্ষম হয়। অপরদিকে একইদিন বিকালে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ঠাকুরগাঁও সদর থানাধীন পৌরসভাস্থ ০৪নং ওয়ার্ডের হলপাড়া আগমনী স্পোর্টিং ক্লাবের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনাকালীন সময় ইজিবাইক আটকিয়ে তল্লাশী করে ইজিবাইকের পিছনের সিটের সামনে ফাঁকা জায়গায় রক্ষিত চা পাতার প্যাকেটের মধ্যে লুকায়িত অবস্থায় ৩ হাজার ৯১৫ পিস ইয়াবা জব্দসহ মাদক ব্যবসায়ী ঠাকুরগাঁও জেলা ও থানার ছিটচিলারং এলাকার মিলন ও তাহমিনার ছেলে তাউহিদ ইসলাম রতনকে আটক করতে সক্ষম হয়।
