জামিন ছাড়া কারাগার থেকে মুক্তি পাওয়া তিন আসামি গ্রেপ্তার
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই মুক্তি পাওয়া হত্যা মামলার সেই তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গত বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল জেলায় অভিযান চালিয়ে তাদের পুনরায় আইনের আওতায় আনা হয়।
কারা কর্তৃপক্ষের ভাষায় ‘ভুলবশত’ মুক্তি পেলেও র্যাব বলছে, কারাগারের কতিপয় অসাধু সদস্যের সহায়তায় তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। গ্রেপ্তাররা হলেন- আনিস মিয়া, রাশেদুল ইসলাম এবং জাকিরুল ইসলাম। তারা সবাই ময়মনসিংহের তারাকান্দা থানার মধ্যতারাটি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গতকাল শুক্রবার সকালে র্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজির নয়মুল হাসান প্রেস ব্রিফিংয়ে জানান, গত বছরের ৭ ডিসেম্বর তারাকান্দা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গত ২৩ জানুয়ারি এই তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছিল।
তবে এর মাত্র চার দিন পর, ২৭ জানুয়ারি বিকালে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে তারা পরস্পর যোগসাজশে বেরিয়ে যায়।
বিষয়টি জানাজানি হওয়ার পর র্যাব-১৪-এর ময়মনসিংহ ও টাঙ্গাইলের দুটি দল গোয়েন্দা নজরদারি শুরু করে এবং আত্মগোপনে থাকা অবস্থায় টাঙ্গাইল থেকে তাদের গ্রেপ্তার করে। তবে কারা কর্তৃপক্ষের দাবি, মূলত একটি ‘প্রডাকশন ওয়ারেন্ট’কে ভুল করে ‘জামিননামা’ হিসেবে গণ্য করায় এই বিপত্তি ঘটে। ঘটনার পরপরই কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। একই সঙ্গে কর্তব্যে অবহেলার অভিযোগে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ঢাকা বিভাগ-২-এর ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তদন্তে আরও কারও বিরুদ্ধে অবহেলার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
