
মাদারীপুর জেলা পরিষদের আয়োজনে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার, ড্রাইভিং ও সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুব মহিলাদের মাঝে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়। গতকাল সোমবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলার তিনটি উপজেলার দারিদ্র্য নিরসন ও নারী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন, কম্পিউটার সনদ, ড্রাইভিং সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী।
জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লতিফা ইয়াসমিন জানান, তিন মাস মেয়াদি কম্পিউটার, ড্রাইভিং ও সেলাই প্রশিক্ষণে মোট ৩২৫ জন্য প্রশিক্ষণ গ্রহণ করেছে। এদের মধ্যে কম্পিউটারে ১০০ ও ড্রাইভিং প্রশিক্ষণে ১০০ জনকে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এছাড়া সেলাই প্রশিক্ষণে ১২৫ জনের মধ্যে আজ ২০ জনকে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া অন্যদের পর্যায়ক্রমে সেলাই মেশিন দেওয়া হবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আ. মান্নান লস্কর, নূরজাহান পারুল, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, পরিষদের অন্য সদস্যরা, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য আয়েশা সিদ্দিকা।