ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

আত্মহত্যা কোনো সমাধান নয়

জুবায়েদ মোস্তফা
আত্মহত্যা কোনো সমাধান নয়

আত্মহত্যা কখনও সুষ্ঠু ও সুন্দর সমাধান হতে পারে না। বরং সমস্যার কাছে মাথানত করে নেয়ার একটা ব্যর্থ প্রক্রিয়া। একজন বীর পুরুষ কখনও আত্মহত্যার পথ বেছে নিতে পারে না। কাপুরুষের বারবার হেরে যায়, শিরনত করে বারংবার, অল্পতেই বিদ্ধ হয়ে যায়, আত্মহত্যার মাঝে ব্যর্থ সমাধান খুঁজে।

মানুষের সমগ্র জীবনটাই একটা পরিপূর্ণ যুদ্ধক্ষেত্র। প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় বুক চিতিয়ে, নতুন নতুন চ্যালেঞ্জ নিতে হয়, স্বাগতম জানাতে হয়। জীবনযুদ্ধে টিকে থাকার মাঝেই জীবনের প্রকৃত স্বাদ-আস্বাদন করা সম্ভব।

আত্মহত্যা একটি মহাপাপ। ইসলাম কখনও আত্মহত্যার মতো কোনো অপরাধকেই সমর্থন করে না। এহেন কর্ম থেকে বিরত থাকার গুরুত্ব প্রদান করে আল্লাহতায়ালা পবিত্র কোরআনুল কারিমের একাধিক আয়াতে ঘোষণা করেন-

১. ‘তোমরা নিজেদের হত্যা করো না; নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল।’ (সুরা নিসা : আয়াত ২৯)।

তবুও মানুষ আত্মহত্যার মতো জঘন্য পথ বেছে নিতে দ্বিধাবোধ করে না। বিগত বছরগুলোতে আত্মহত্যার মিছিল বেড়েই চলেছে। কোনোক্রমেই যেন এই হার কমছে না। সম্প্রতি আঁচল ফাউন্ডেশন এক সমীক্ষা প্রকাশ করেন। ৮ মাসে আত্মহত্যা করা শিক্ষার্থীর সংখ্যা ৩৬৪। যার মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যার পথ বেছে নিয়েছে স্কুলের শিক্ষার্থী। ১৯৪ জন স্কুলশিক্ষার্থীর জীবন প্রদীপ নিভে যায়, এই ভুল সিদ্ধান্তের মাধ্যমে। এ তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ স্থানে আছে কলেজ শিক্ষার্থী, ৭৬ জন আত্মহত্যার মাধ্যমে জীবনের অধ্যায় চুকিয়েছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিন্তাভাবনা অনেক এগিয়ে, নিজেকে ছাড়িয়ে যাওয়ায় নিয়মিত ব্যস্ত। কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ের অর্ধশতাধিক (৫০) শিক্ষার্থীও এই ভুল পথে পা বাড়িয়েছে। যা অনেক বেশি হতাশার, নিজের ভালো-মন্দ বুঝতে পেরেও এভাবে নিজেকে শেষ করে দেয়া- মনে নেয়া কষ্টকর। এছাড়া মাদ্রাসার ৪৪ জন শিক্ষার্থী ও এই পথের যাত্রী হয়েছেন।

শিক্ষার্থী

লোকপ্রশাসন বিভাগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত