ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

যানবাহনের ভাড়া বাণিজ্য বন্ধ চাই

মো. ফজলুল করিম সিয়াম
যানবাহনের ভাড়া বাণিজ্য বন্ধ চাই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অন্যতম বৃহত্তর বিশ্ববিদ্যালয়। ক্লাস, ল্যাব, গবেষণাসহ নানা প্রয়োজনে শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলে প্রতিনিয়তই। চলাচলের সুবিধার্থে শিক্ষার্থীদের মোটরচালিত রিকশা, সিএনজি ও অটোর ব্যবহার করতে হয়। কিন্তু দুঃখের বিষয়, প্রশাসনের উপযুক্ত মনিটরিংয়ের অভাবে এসব যান চালকরা নিজেদের ইচ্ছামতো ভাড়া দাবি ও আদায় করে চলেছে। শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের এই সিন্ডিকেট বহুদিন ধরে চলে আসলেও উপর মহলের এ নিয়ে কোনো ভ্রূক্ষেপ নেই। ফলে এই সিন্ডিকেট ভাঙ্গা আরো মুশকিল হয়ে যাচ্ছে। এই সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত নির্দিষ্ট স্থান উল্লেখ পূর্বক ভাড়ার চার্টের ব্যবস্থা করা এবং তা কার্যকর করতে মনিটরিং করা। পাশাপাশি চার্ট বহির্ভূত অতিরিক্ত ভাড়া দাবি বা আদায়ের চেষ্টা করলে জরিমানা বা শাস্তির আওতায় আনা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপেই এই সমস্যার সমাধান সম্ভব। তাই এ সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কাম্য।

শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত