ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রাস্তা সংস্কার চাই

মো. রুকন উদ্দিন
রাস্তা সংস্কার চাই

চট্টগ্রাম জেলার অন্তর্গত লোহাগাড়া উপজেলার গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন পদুয়া। পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আঁধার মানিক এলাকায় প্রায় ৫ হাজার মানুষের বসবাস। তাছাড়া এখানকার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয় এবং বাইরে থেকে আসা অন্তত ৫ হাজার শিক্ষার্থী আছে। কিন্তু পরিতাপের বিষয় হলো এই এলাকার রাস্তায় গাড়ি চালানো তো দূরের কথা ভালোভাবেই হাঁটাই যায় না। হাঙর খালের অববাহিকায় গড়ে ওঠা এই এলাকাটির বাসিন্দাদের প্রধান পেশা কৃষি। বেশিরভাগ মানুষ তাদের সংসার চালায় এই কৃষির আয়ে। কিন্তু রাস্তা খারাপ হওয়ায় গাড়ি চলাচল তেমন হয় না বলে তাদের পণ্যগুলো শহরকেন্দ্রিক বাজারগুলোতে সরবরাহ করতে পারে না। তাই তাদের কৃষিপণ্যের ন্যায্য মূল্যও কখনো পান না। আবার হাঙর খালে ব্রিজ না থাকার কারণে কয়েক বহু শিশু শিক্ষাপ্রতিষ্ঠানেও যেতে পারছে না। এ অবস্থায় পদুয়া ইউনিয়নের আঁধার মানিক এলাকার রাস্তা সংস্কারের আবেদন জানাচ্ছি। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কার করে জনগণের দুর্ভোগ লাঘবের ব্যবস্থা করবেন।

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত