ঢাকা ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

ইবি ক্যাম্পাসের ঝোপঝাড় নির্মূল করুন

শামীমা রহমান
ইবি ক্যাম্পাসের ঝোপঝাড় নির্মূল করুন

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যত্রতত্র ঝোপঝাড় ক্রমেই বাড়ছে। বিশেষত জিমনেসিয়াম, ক্রিকেট মাঠ, বঙ্গবন্ধু হলের পুকুরপাড়, আইআইইআর ভবন এবং বঙ্গবন্ধু হল সংলগ্ন এলাকাগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। নিয়মিত পরিষ্কার না হওয়ায় এসব স্থানে ঝোপঝাড় বেড়ে গিয়ে সাপের আবাসস্থল তৈরি হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ। ইতিপূর্বে বিভিন্ন আবাসিক হলে সাপের উপদ্রব দেখা গেছে। তদুপরি, ঝোপঝাড় ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট করছে। এসব ঝোপঝাড় নির্মূলের জন্য কিছু উদ্যোগ নেয়া হয়েছে, কিন্তু তা পর্যাপ্ত নয়। এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত