শালীনতা-অশালীনতা যখন বোঝার বিষয়

নাজনীন হাসান চুমকী

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

‘শালীনতা’ একটি বিশেষ্য পদ। যার অর্থ মার্জিত, ভদ্র, সভ্য আচরণ বা অবস্থা। আর ‘শালীন’ হলো বিশেষণ পদ। যার অর্থ মার্জিত, ভদ্র এবং নম্র। ‘শালীন’ নিয়ে কথা বলা একপ্রকার ‘শালীনতা’ হলেও ইদানীং চারপাশে ‘অশালীন’ ভাবে তা প্রকাশ করা হচ্ছে। যার শিকার বা ভিকটিম হয়ে থাকে নারী। একজন নারী যখন সন্তান জন্ম দেন, তখন তার সন্তান নিন্মাঙ্গ পথ দিয়েই এই পৃথিবীতে আসে। সে সন্তান হোক পুরুষ বা নারী। পুরুষ হলে বয়সকালে সে হয় বিবাহিত এবং একদিন তার স্ত্রী মায়ের ন্যায় একইভাবে প্রসব করে তারই ঔরসজাত সন্তান। তাহলে ঘুরেফিরে তো জীবনের সেই একই চক্র। চক্রব্যূহ থেকে কেউ কী অস্বীকার করতে পারে? নাকি অস্বীকার করা সম্ভব?

অথচ ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে, রাস্তা-ঘাটে, বাসে-লঞ্চে সর্বত্র সর্বাধিসংখ্যক নারীকে পুরুষ দ্বারা অশালীনভাবে লাঞ্ছিত হতে হচ্ছে। ঘরে স্বামীসহ অনেক সময় আত্মীয়স্বজন বলে, বউ কেন মোটা! বিয়ের তিন বছর যেতে না যেতেই কর্মক্ষেত্রের কলিগরা ঠাট্টা করে বলে, বাচ্চা নিচ্ছো না কেন? বাসের অপরিচিত প্যাসেঞ্জার হঠাৎ উত্তেজিত হয়ে বলে, পোশাক এমন কেন? রাস্তায় অকস্মাৎ এক বয়স্ক মহিলা হেঁচকা টানে দাঁড় করিয়ে, নিজ দায়িত্বে শরীরের ওড়না মাথার ওপর তুলে দিতে দিতে বলে, মাথায় কাপড় নেই কেন?

প্রত্যেক নারীর পরিবার আছে। সন্তানের শাসন করার অধিকার শুধুমাত্র অভিভাবকের। অপরিচিত কাউকে রাষ্ট্র এবং আইন এই ক্ষমতা দেয়নি ট্র্যাফিক সিগন্যালে বাইকে বসে থাকা অপরিচিত যুবক ছেলেটা পাশের বাইকের স্বামীর পেছনে বসে থাকা স্ত্রীকে উদ্দেশে করে বলে, হাতকাটা পোশাক পরে বাজারের মেয়ে সেজেছে! সদ্য দাড়িগোঁফ ওঠা কিশোর প্রায় নানী/দাদীর বয়সি নারীর প্রোফাইলে কমেন্ট করে, ওয়াও সেক্সি...

এমন অসংখ্য কথা শুনতে শুনতে নারীরা তাৎক্ষণিকভাবে মর্মবেদনায় আহত হয়। ট্রমায় কাটে কিছুদিন। মুখ বুজে হজম করে ‘কিছুদিন’।

নাজনীন হাসান চুমকী

অভিনেত্রী, নাট্যকার ও পরিচালক