ভিসা ব্যবস্থাপনা আধুনিকায়নের সময় এসেছে
মুহাম্মদ জাহাঙ্গীর ইসলাম
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিশ্বায়নের এই যুগে বাংলাদেশের অগ্রগতি শুধু অভ্যন্তরীণ সক্ষমতার ওপর নির্ভরশীল না হয়ে আন্তর্জাতিক যোগাযোগ, শ্রমবাজারে প্রবেশ এবং বৈদেশিক বিনিয়োগে সক্ষমতা বাড়ানো জরুরি। বাংলাদেশ আজ শ্রমশক্তি রপ্তানি, উচ্চশিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও পর্যটনের ক্ষেত্রে ক্রমেই বৈশ্বিক পরিসরে যুক্ত হচ্ছে। কিন্তু এই অগ্রযাত্রার পথে অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জটিল, সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ভিসা প্রসেসিং ব্যবস্থা। বাংলাদেশ থেকে বিদেশে যেতে ইচ্ছুক নাগরিকদের বড় একটি অংশ ভিসা আবেদন করতে গিয়ে অপ্রয়োজনীয় কাগজপত্র, তথ্যের অস্পষ্টতা, অনলাইন ও অফলাইন প্রক্রিয়ার সমন্বয়হীনতা এবং দীর্ঘ সময়ের অপেক্ষা আবেদনকারীদের হতাশ করে তুলছে। অনেক ক্ষেত্রে এক দেশের জন্য যে কাগজ প্রয়োজন, অন্য দেশের ক্ষেত্রে তা ভিন্ন, কিন্তু সে বিষয়ে আগাম কোনো নির্ভরযোগ্য দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে না। বিশেষ করে শ্রমিক ও মধ্যবিত্ত শ্রেণির মানুষজন দালালচক্রের ফাঁদে পড়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) পর্যবেক্ষণে দেখা যায়, জটিল ও ব্যয়বহুল ভিসা প্রক্রিয়া অনিয়মিত অভিবাসনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, যা ব্যক্তি ও রাষ্ট্র- উভয়ের জন্য ক্ষতিকর। ভিসা প্রসেসিং সহজ করা গেলে এর সুফল সুদূর প্রসারী হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয় এসেছে প্রায় ২৪ বিলিয়ন মার্কিন ডলার। ভিসা প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুত হলে বৈদেশিক কর্মসংস্থান আরও বাড়বে এবং রেমিট্যান্স প্রবাহ টেকসই হবে। একই সঙ্গে শিক্ষার্থী, রোগী ও দক্ষ পেশাজীবীদের জন্য বৈধ পথে বিদেশে যাওয়া সহজ হবে, যা মানবসম্পদ উন্নয়ন ও জীবনমান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও বিদেশি বিনিয়োগকারী ও পর্যটকদের জন্যও বাংলাদেশ আরও আকর্ষণীয় হয়ে উঠবে। ভিসা প্রসেসিং সহজ করার জন্য কিছু বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। একটি সমন্বিত ডিজিটাল ভিসা তথ্য ও সহায়তা প্ল্যাটফর্ম চালু করা জরুরি, যেখানে আবেদনকারীরা প্রয়োজনীয় কাগজপত্র, সময়সীমা ও ফি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাবেন। বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে সমন্বয় বাড়িয়ে ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিতে হবে।
দালালচক্র দমনে কঠোর নজরদারি, জনসচেতনতা বাড়ানো ও আইনি ব্যবস্থা জোরদার করতে হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে সরকারি ভিসা সহায়তা ডেস্ক ও হটলাইন চালু করলে সাধারণ মানুষ উপকৃত হবে। ভিসা প্রসেসিং সহজ করা শুধু প্রশাসনিক সংস্কার বা নাগরিক সুবিধা নয়, এটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক ভাবমূর্তি ও মানবিক মর্যাদার সঙ্গে গভীরভাবে জড়িত।
সময়োপযোগী সংস্কারের মাধ্যমে একটি আধুনিক, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভিসা ব্যবস্থা গড়ে তুলতে পারলে বাংলাদেশ বৈশ্বিক পরিমণ্ডলে আরও আত্মবিশ্বাসী ও প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছাবে। ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মুহাম্মদ জাহাঙ্গীর ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়
