স্বাধীনতার অভাবে নিরাপত্তায় সংকট
মোফাজ্জল হোসেন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত বিজয়ের ৫৪তম বছর পেরিয়ে ৫৫তম বছরে পদযাত্রা করেছি। বিজয়ের এত বছর পরেও সত্যিকারের স্বাধীনতা কি আমরা খুঁজে পেয়েছি, প্রশ্ন কিন্তু থেকেই যায়। উত্তর খুঁজতে গিয়ে বুঝতে পারি, কাগজে-কলমে স্বাধীন বাংলাদেশ পেলেও এখানকার মানুষের কিন্তু স্বাধীনতা নেই। শুধু তাই নয়, আমাদের বিজয়কে ভারতীয়রা নিজেদের বিজয় বলেও দাবি করছে, যার স্পষ্টতা আমরা গত ১৬ ডিসেম্বর নরেন্দ্র মোদির সোশ্যাল পোস্টের মধ্যে পেয়েছি, যা আমাদের বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকিস্বরুপ এবং চরম অপমানজনক।
আমরা যদি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের দিকে তাকাই, তখনও কিন্তু এদেশের মানুষের স্বাধীনতা ছিল না। এই যেমন- শহিদ বুদ্ধিজীবী ড. শহীদুল্লাহ কায়ছারের হত্যা অনুসন্ধানে তার ছোট ভাই, তখনকার জনপ্রিয় চিত্রশিল্প জহির রায়হান বিচারের স্বাধীনতা হারিয়ে তিনিও মিরপুরে গিয়ে জীবন হারান। দুই ভাই হত্যার শোক সামলাতে না পেরে বোন নাফিসা কবির বিচারের দাবিতে পত্র-পত্রিকায় বেশ সাড়া ফেলেন, কিন্তু কে জানে তখনও বিচারের স্বাধীনতা বাংলাদেশ পায়নি। তাইতো শেখ মুজিব সরকার কর্তৃক তাকেও গুম করার হুমকিতে তিনি বিচার চাওয়ার স্বাধীনতায় হারিয়ে ফেলে চুপ হয়ে যান। স্বাধীন পরবর্তী দেশে তৎকালীন আওয়ামী সরকার দলীয় নেতাদের ব্যাপক দুর্নীতি ও ভারতে চোরাচালানের কারণে সাধারণ জনগণ হারিয়ে ফেলে খাবারের স্বাধীনতা, শুরু হয় দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের কারণে অনাহারে থাকা মানুষগুলো হারিয়ে ফেলে বাঁচার স্বাধীনতা, গ্রহণ করে অনিশ্চিত মৃত্যু। ওদিকে কাপড়ের স্বাধীনতা হারিয়ে ইত্তেফাকে প্রকাশিত ‘বাসন্তি’-র জাল দিয়ে লজ্জা ঢাকার কথা নাই বললাম। গণমানুষের নেতা ‘লাল মাওলানা’ নামে খ্যাত আমাদের সিরাজগঞ্জ জেলায় জন্ম নেওয়া ‘মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী’ ১৯৭৪ এর ১৮ই অক্টোবরে ঈদের আনন্দের স্বাধীনতা হারিয়ে ফেলেন, সঙ্গে হারিয়েছিলেন ঈদের নামাজের স্বাধীনতাও। তৎকালীন সরকার তার উপর নিষেধাজ্ঞা দিয়ে ব্যক্তি স্বাধীনতার পাশাপাশি ধর্মীয় স্বাধীনতাও কেড়ে নিয়েছিলেন। আবার ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠিত হওয়ায় চারটি পত্রিকা ব্যতীত অন্য সব পত্রিকাগুলো খবর প্রকাশের স্বাধীনতা হারায়, আবার জাসদ নেতাকর্মীরা রাজনীতি করার স্বাধীনতা হারিয়ে রাজপথে রক্ষীবাহিনীর গুলিতে মরে। এদিকে নিজ বাবার কারণে আট বছরের ছোট শেখ রাসেলও বাঁচার স্বাধীনতা হারিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে।
সে না হয় পুরোনো কথা, এই যুগের কথায় যদি বলি, তাহলে স্বাধীনতা আর কোথায় পেলাম। জুলাই বিপ্লব পূর্ববর্তী ফ্যাসিস্ট আমলেতো জন মানুষের বাক স্বাধীনতায় ছিল না, ছিল না কলম স্বাধীনতাও। ছিল না গুম হওয়া বাবার সন্তানের আদরের স্বাধীনতা, পরিবারগুলোর একসঙ্গে হাসিমুখে বেঁচে থাকার স্বাধীনতা। দেশকে ভালোবাসার স্বাধীনতা হারিয়ে পিলখানায় হত্যা হয় অফিসার সেনা। দাবি আদায়ের স্বাধীনতা হারিয়ে ৫ মে শাপলা চত্বরে রক্ত ঝরিয়ে প্রাণ দেয় আলেমণ্ডওলামা ও ইসলাম প্রিয় জনতা। ২০১২ সালে সাগর-রুনি দম্পতি সাংবাদিকতার স্বাধীনতা হারিয়ে ধাপটওয়ালাদের টার্গেটের স্বীকার হয়ে হন খুন। তাদের রেখে যাওয়া শিশু সন্তান বড় হলেও, ১৩ বছরেও পায়নি সে খুন হওয়া বাবা-মায়ের বিচারের স্বাধীনতা। এখন পর্যন্ত ১২৩ বার পেছানো হয়েছে দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। ভাবা যায়, ১৩ বছরে ১২৩ বার, বিচার হবে বলে সন্ধিহান, বিচারের স্বাধীনতা কোথায়?
সেখানে ২০১৪ সালে নারায়ণগঞ্জে হওয়া সাত খুনের রায়ের কার্যকারিতায় প্রহসনের কথা নাই বললাম। এদিকে জুলাই বিপ্লবে ফ্যাসিবাদ খুনি হাসিনা পালাইছে, তারপরও কোথায় যেন স্বাধীনতা হারায়? সত্য বলার স্বাধীনতা নাই, সত্য জানার স্বাধীনতাও হারায়। দেশীয় সংস্কৃতি চর্চার স্বাধীনতা হারিয়ে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলে বেঁচে থাকার স্বাধীনতাটুকুও নাই। তাইতো আমাদের ভাই শহিদ শরিফ ওসমান হাদি ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইয়ে গত ১২ ডিসেম্বরে গুলিবিদ্ধ হয়ে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি জানতেন, ইনসাফের এ লড়াইয়ে তাকে খুন করা হবে, তাইতো তিনি খুনের বিচার যেন করা হয়, এটুকুই চেয়েছিলেন। কিন্তু ১ মাসেরও বেশি সময় কেটে গেছে, বিচারের দাবিতে আন্দোলনও করতে হলো এবং হচ্ছে, কিন্তু সেই বিচারের স্বাধীনতাটুকু আমরা এখনও পায়নি। বিচার নিয়ে চলছে প্রহসন। ওদিকে নারীরা ইভটিজিং-ধর্ষণের আতঙ্ক থেকে বাঁচার স্বাধীনতা চাই। বেকাররা চাকরির স্বাধীনতা চাই। উদ্যোক্তরা চাঁদামুক্ত ব্যবসার স্বাধীনতা চাই। রাজনীতিবিদরা নির্বাচনের স্বাধীনতা চাই। সাধারণ জনগণ সুস্থ-স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার চাই।
অতএব আমরা যদি সত্যিকারের স্বাধীনতা পেতে চাই, তাহলে এখন থেকেই এই স্বাধীনতার জন্য দরকার জবাবদিহিতামূলক সরকার গঠন করা। সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলা। দরকার সুস্থ বিচার ব্যবস্থার স্বাধীনতা, বিচারের নামে দীর্ঘসূত্রতা এড়িয়ে চলা, বিচারে ধনী ও গরিবের মধ্যেকার বৈষম্যতা দূর করা। বিচার স্বাধীনতাকে এমনভাবে গঠন করা, যেন স্বয়ং সরকার প্রধানও যদি অপরাধ বা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন, এর জন্য তাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর ব্যবস্থা করা। প্রহসনমুক্ত কার্যকরী বিচারব্যবস্থা গড়তে পারলেই ৯০ ভাগ অপরাধ এ দেশ থেকে পালাবে।
মোফাজ্জল হোসেন
শিক্ষার্থী, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
