
বলিউডে আবার বিয়ের সানাই বাজতে চলেছে। ২১ ফেব্রুয়ারি বলিউড অভিনেতা-পরিচালক-প্রযোজক ফারহান আখতার আর তার প্রেমিকা শিবানী দান্ডেকর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আর এ খবর নিশ্চিত করেছেন ফারহানের বাবা তথা প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার। আসুন এবার এ বিয়ে ঘিরে কিছু তথ্য জানা যাক। ফারহান-শিবানী মুম্বাইয়ে কোর্ট ম্যারেজ করবেন, তা আগেই জানা গেছে। এরপর তাদের বিয়ের অনুষ্ঠান খান্ডালার এক ফার্ম হাউসে অনুষ্ঠিত হবে। তবে এখানেই শেষ নয়। জানা গেছে, ফারহান আর শিবানীর বিয়ে ঘিরে আরও বড়োসড়ো পরিকল্পনা আছে। আর তাই এ হবু দম্পতি বিয়ের পর মরিশাসে উড়ে যাবেন। না, মধুচন্দ্রিমার জন্য নয়। জোর গুঞ্জন যে, ফারহান আর শিবানী মরিশাসে তাদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান করবেন। তাই তাদের বিয়ের অনুষ্ঠান মুম্বাই, খান্ডালা, মরিশাস এ তিন জায়গায় হতে পারে। এছাড়া তাদের বিয়ে ঘিরে আরেকটি গুঞ্জন শোনা যাচ্ছে। ফারহান আর শিবানী নাকি বিয়েতে খ্যাতনামা ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরবেন। তবে বলিউডের এ প্রেমিক যুগল চান না যে, তাদের বিয়ের পোশাক ঘিরে কোনো তথ্য ফাঁস হোক। কয়েক মাস ধরে ফারহান আর শিবানীর বিয়ের খবর নিয়ে নানান ফিসফাস শোনা যাচ্ছিল।