ঢাকা রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

চরকিতে আসছে মোশাররফ করিমের ‘দাগ’

চরকিতে আসছে মোশাররফ করিমের ‘দাগ’

প্রথমবারের মতো চরকি অরিজিনালে দেখা যাবে মোশাররফ করিমকে। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ‘দাগ’ সিনেমায় দেখা যাবে তাকে। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে এর দৃশ্যধারণ।

‘দাগ’ ছবির গল্প কেমন ছিল জানতে চাইলে মোশাররফ করিম বলেন, ‘দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই দাগ মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেকদূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনও এমন কিছু দাগ আছে; যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম, কিন্তু মুছিনি। সেই মুছতে না পারা দাগগুলোর গল্পই হলো দাগ। সঞ্জয় সমাদ্দার বলেন, আমার জন্য খুব অসাধারণ একটা জার্নির গল্প দাগ। গল্পটাকে প্রোপার একটা রূপ দেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত