
বিশ্বখ্যাত টিভি সিরিজ ‘সুলতান সুলেমান’-এর অন্যতম চরিত্র হুররাম সুলতানকে নিশ্চয়ই দর্শকদের এখনও মনে পড়ে। সুলেমান খানের স্ত্রী হুররাম সুলতানের ভূমিকায় অভিনয় করা মারিয়াম উজারলি এখন সৌদি আরবে। দেশটির বন্দরনগরী জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন তিনি। গত ১ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেছে ৩৯ বছর বয়সি এ অভিনেত্রীকে। লোহিত সাগরের পূর্ব তীরে লালগালিচায় জমকালো পোশাকে নজর কেড়েছেন মারিয়াম উজারলি। রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী সিনেমা শেখর কাপুর পরিচালিত ‘হোয়াট’স লাভ গট টু ডু উইথ ইট’ দেখেছেন তিনি। তাকে অভ্যর্থনা জানান ফেস্টিভ্যালটির সিইও মোহাম্মদ আল তুর্কি। তখন তাদের পাশে ছিলেন সৌদি রিসার্চ অ্যান্ড মিডিয়া গ্রুপের সিইও জোমানা (আ.) আল রশিদ। রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা ওঠার পর অফিসিয়াল পার্টিতে নৈশভোজ করেন মারিয়াম উজারলি। তখন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির অভিনেত্রী মিশেল রড্রিগেজের সঙ্গে ছবি তুলেছেন তিনি।