ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দেখা মিললো নতুন এক তানিয়া বৃষ্টির

দেখা মিললো নতুন এক তানিয়া বৃষ্টির

অভিনয় শিল্পীদের কাছে তাদের অভিনীত প্রতিটি নাটকই প্রিয়। তবে কিছু কিছু নাটক যেন একটু নয় অনেকটাই বেশি প্রিয়। ঠিক তেমনি এই প্রজন্মের অন্যতম আলোচতি অভিনেত্রী তানিয়া বৃষ্টির কাছে তার সাম্প্রতিক সময়ে প্রচারে আসা অনেক নাটকের মধ্যে ‘চোখটা আমাকে দাও’ নাটকটি যেন অনেকটাই বেশি প্রিয়। নাটকটি রচনা করেছেন নির্মাণ করেছেন গুণী নাট্যকার, নাট্যনিমার্তা সাগর জাহান। এর আগেও সাগর জাহানের পরিচালনায় তানিয়া বৃষ্টি ‘ছোবল’, ‘মিস শিউলীর প্রেমিকেরা’, ‘চাবিওয়ালা’ নাটকে অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছিলেন। তবে তার চেয়েও যেন অনেক বেশি প্রশংসার জোয়ারে ভাসছেন সাগর জাহানের ‘চোখটা আমাকে দাও’তে অভিনয় করে। এই নাটকে তানিয়া বৃষ্টি আলিয়া অর্থাৎ একজন পতিতার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা জোভান। নাটকটি প্রচারের পর দর্শক মহলে তার অভিনয় নিয়ে নতুন আরো আলোচনার সৃষ্টি হয়েছে। অনেক নির্মাতাও তার অভিনয় নিয়ে বেশ প্রশংসা করেছেন। তানিয়া বৃষ্টি অভিনয়ের দুনিয়ায় তার নিজের মতো করেই চলেছেন। অনেকেই বলেন সিন্ডিকেট মেইনটেইন করে অভিনয়ের দুনিয়ায় নিজেকে প্রতিষ্টিত করতে হয়। কিন্তু তানিয়া বৃষ্টিকে কোনোরকম সিণ্ডিকেট মেইটেইন করে নাটকের ইণ্ডাষ্ট্রিতে টিকে থাকতে হয়নি। তিনি তার মেধা, তার শ্রম দিয়ে ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করেই দর্শকের কাছে প্রিয় একজন অভিনেত্রী হিসেবে নিজেকে রূপান্তরিত করেছেন। অনেক পরিচালকও এখন বলেন, তানিয়া বৃষ্টি অন্য একটা লেভেলে চলে গেছেন, ভাবাই যায় না তিনি এতো ভালো অভিনয় করেন। তার সমসাময়িক অনেক শিল্পীর চেয়ে তার স্ক্রিপ্ট মুখস্থ করার বিষয়টিও অনেকের দৃষ্টি কেড়েছে। তানিয়া বৃষ্টি নাটকের অনেক বড় দৃশ্যও একবার একটু মনোযোগ দিয়ে পড়লে মুখস্থ করে ফেলতে পারেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত