ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অপু বিশ্বাসের আহ্বান

অপু বিশ্বাসের আহ্বান

হঠাৎ বন্যায় রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার নদ-নদীর কূলঘেঁষা চর ও চরদ্বীপসহ লোকালয়ের লাখো মানুষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। চিন্তার ভাঁজ শোবিজ তারকাদের ফেসবুকেও। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের মানুষের পাশে দাঁড়ানোর স্ট্যাটাস দিতে দেখা দিয়েছে। এর আগে ফেনীর বন্যার সময় আর্থিক সহযোগিতা করতে দেখা গিয়েছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসকে।

দেশের সংকটের সময় এই তারকাকে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়। এবার উত্তরাঞ্চলে বন্যায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করলেন অপু বিশ্বাস। এই নায়িকা ফেসবুকে লিখেছেন, ‘উত্তরাঞ্চলের চার জেলা লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুরের ২৫ হাজারের বেশি পরিবার পানিবন্দি। আসুন আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লার মতো পানিবন্দি এই মানুষগুলোর পাশেও দাঁড়াই।’

এদিকে উত্তরাঞ্চলে বন্যার সময় খুব একটা সহযোগিতা পান না সেখানকার মানুষরা। এ নিয়েও ফেসবুক তোলপাড়। অপু বিশ্বাসের স্ট্যাটাসের কমেন্টস বক্সেও অনেকেই সেই কথাই জানিয়েছেন। সবাই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত