ঢাকা ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নতুন সিজনে ফিরলেন প্লেয়ার ৪৫৬

নতুন সিজনে ফিরলেন প্লেয়ার ৪৫৬

নতুন ‘স্কুইড গেম’ শুরু হতে চলেছে। নাকি শেষ হবে? এমন প্রশ্ন নিয়ে আসতে চলেছে সিরিজটির দ্বিতীয় সিজন। সিজন ১-এর বিজয়ী সেওং গি-হুন অর্থাৎ প্লেয়ার ৪৫৬ আবার ফিরে আসছেন নতুন মৌসুমে। তিনি এবার এই রহস্যময় সারভাইভাল গেমটি চিরতরে শেষ করতে চান। যেখানে কোরিয়ানরা নিজেদের জীবন বাজি রেখে খেলেন। প্রকাশ হয়েছে এর অফিসিয়াল ট্রেলার।

সেখানে সেওং গি-হুনকে জিজ্ঞেস করা হয়, কেন তিনি আবার খেলায় ফিরে এসেছেন? প্লেয়ার ৪৫৬ চরিত্রে অভিনয় করা লি জং-জে বলেন, ‘আমি এই খেলা শেষ করতে চাই।’ প্রশ্ন হচ্ছে, অন্যান্য খেলোয়াড়রা কি গেমটি শেষ করতে চাইবেন? মৃত্যুর জন্য লড়াই করে ৪৫.৬ বিলিয়ন ওয়ন পুরস্কার জিততে চাওয়া গেমটি শেষ হবে কি সত্যি? এই প্রশ্নই সিজন ২-এর একটি বড় থিম হতে চলেছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর মুক্তি পাবে সিরিজটি। নেটফ্লিক্সে ‘স্কুইড গেম’ সিজন ২-এর অফিসিয়াল গল্প সংক্ষেপে লেখা আছে, ‘সুজি গেম জেতার তিন বছর পর প্লেয়ার ৪৫৬ যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিবর্তে ফিরে আসেন নতুন একটি লক্ষ্য নিয়ে। গি-হুন আবার রহস্যময় সারভাইভাল গেমে অংশ নেন। নতুন খেলোয়াড়দের নিয়ে শুরু হয় একটি জীবন-মৃত্যুর লড়াই। সেই লড়াই ৪৫.৬ বিলিয়ন ওয়ন পুরস্কারের জন্য।’ দ্বিতীয় সিজনে প্লেয়ার ৪৫৬-এর মুখোমুখি হবেন ফ্রন্ট ম্যান। এ চরিত্রে অভিনয় করেছেন লি বিং-হুন। সিজন ২-এ আবার ফিরে আসছেন উই হা-জুন এবং গং ইউ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত