মুক্তি ভীষণ ভালো মনের একজন মানুষ : রবি চৌধুরী
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

গত ১ ডিসেম্বর ছিল বাংলাদেশের সিনেমার ‘চাঁদের আলো’ খ্যাত নায়িকা মুক্তির জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর বনশ্রী’র একটি রেস্টুরেন্ট মুক্তির মা কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারার আগ্রহে এবং মুক্তিরই উদ্যোগে বিশেষ আয়োজন করা হয়েছিল। এই আয়োজনে বাংলাদেশের চলচ্চিত্রের অনেকে শিল্পী, সাংবাদিকসহ মুক্তির পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন গুণী সঙ্গীতশিল্পী রবি চৌধুরী। রবি চৌধুরীকে ভীষণ শ্রদ্ধা করেন মুক্তি। তাই নানান ব্যস্ততাকে পাশ কাটিয়ে রবি চৌধুরী সেদিন উপস্থিত হয়েছিলেন মুক্তির জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে। রবি চৌধুরী বলেন, ‘আমাদের চলচ্চিত্রের গর্ব, চলচ্চিত্রের অহংকার শ্রদ্ধেয় আনোয়ারা আপা। তারই সুযোগ্য উত্তরসূরী মুক্তি। মায়ের গুনেই মেয়ে। যে কারণে মুক্তিও ভীষণ ভালো একজন মানুষ, ভালো মনের একজন মানুষ। আর বিষয়টা এমন যে মানুষের সঙ্গে মিশলে সহজেই বুঝা যায় কে ভালো কে মন্দ। মুক্তিকে দেখলে, মুক্তির সঙ্গে মিশলেই বুঝা যায় মুক্তি যে ভালো মানুুষ। তার জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করায় তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি। তার জন্মদিন উপস্থিত হয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে, তার জন্মদিনের আনন্দকে কিছুটা হলেও বাড়াতে পেরে আমিও আনন্দিত। তার জন্য অনেক অনেক শুভ কামনা।’ মুক্তি বলেন, ‘খুউব অল্প সময়ে আসলে এবারের জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছিল। যে কারণে অনেককেই বলা হয়ে উঠেনি। তারপরও অল্প সময়ের সিদ্ধান্তে যাদের নিমন্ত্রণ করেছি তারা যে আমার ডাকে সাড়া দিয়ে এসেছেন, আমাকে দোয়া করে গেছেন, আমাকে ভালোবাসা দিয়ে গেছেন তাতেই কৃতজ্ঞ আমি।
