‘ভয়াল’-এ ইরফান সাজ্জাদে মুগ্ধ দর্শক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

দর্শকপ্রিয় নাট্যাভিনেতা ইরফান সাজ্জাদ নাটকে অভিনয় করেই সবচেয়ে বেশি প্রশংসা কুঁড়িয়েছেন। একজন অভিনেতা হিসেবে তিনি তার অভিনীত বেশকিছু নাটকে অভিনয় করেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। চট্টগ্রামের এই অভিনয়শিল্পীর মিডিয়াতে একজন নম্র, ভদ্র, বিনয়ী মানুষ হিসেবেও বেশ সুনাম রয়েছে। গুণী এই অভিনেতাকে এর আগে তানিয়া আহমেদ পরিচালিত ‘ভালোবাসা এমনই’ এবং মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানেনা মনের ঠিকানা’ সিনেমাতে অভিনয়ে করতে দেখা যায়। পরবর্তীতে দীর্ঘদিনের বিরতির পর তিনি মেধাবী নির্মাতা বিপ্লব হায়দারের ‘আলী’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন। এরপর একই পরিচালকের অর্থাৎ বিপ্লব হায়দারেরই আরেকটি সিনেমা ‘ভয়াল’-এ অভিনয় করেন। ‘ভয়াল’ গত শুক্রবার রাজধানীর প্রায় দশটি সিনেমা হলসহ ঢাকার বাইরেও আরো বেশকিছু সিনেমা হলে মুক্তি পেয়েছে। এই সিনেমাতে ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করেছেন নন্দিত নাট্যাভিনেত্রী আইশা খান। এর আগে আইশার ইরফান সাজ্জাদের সঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন। কিন্তু সিনেমায় এবারই প্রথম তারা একসঙ্গে অভিনয় করলেন। সিনেমাটিতে ইরফাস সাজ্জাদ অভিনয় করেছেন সুজন চরিত্রে। যদিও দেশের সার্বিক পরিস্থিতি এখনো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার অনুকূলে নয়। তারপরও ‘ভয়াল’ টিম যতোটা আশা করেছিলেন সিনেমা হলে গিয়ে দর্শক সিনেমা উপভোগ করবেন, তার অনেকটুকু প্রত্যাশাই পূরণ হয়েছে। যারা হলে গিয়ে সিনেমাটি উপভোগ করেছেন বলা যায় সবাই ইরফান সাজ্জাদের সুজন চরিত্রে অনবদ্য অভিনয়ের প্রশংসা করেছেন। ইরফান সাজ্জাদ বলেন, চলচ্চিত্রে এই খরা মৌসুমে যে অনেক দর্শক হলে গিয়েছেন, সিনেমাটি উপভোগ করেছেন-এটাই আমাদের কাছে অনেক ভালোলাগার বিষয়। আমরা যে পরিমাণ দর্শক আশা করেছিলাম বলা যায় তার ষাট ভাগ দর্শক আমরা হলে পেয়েছি।