এই প্রথম একসঙ্গে তারা চারজন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও গুণী নাট্যনির্মাতা সালাহ উদ্দিন লাভলুর ‘সোনার পাখি রুপার পাখি’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন আরফান আহমেদ, তাহমিনা সুলতানা মৌ ও নিলয় আলমগীর। এই ধারাবাহিকে অভিনয় করে তারা তিনজনই দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছিলেন। যে কারণে পরবর্র্তীতে দর্শক তাদের বারবার অনুরোধ করতেন আবার একসঙ্গে কোনো নাটকে অভিনয় করার জন্য। কিছুটা দেরিতে হলেও দর্শকের সেই প্রত্যাশা পূরণ করতে এগিয়ে এলেন তরুণ মেধাবী নাট্যনির্মাতা তানভীর তন্ময়।
তিনিই এবার আরফান, মৌ, নিলয় ও সঙ্গে হিমিকে নিয়ে নির্মাণ করলেন বিশেষ নাটক ‘রক্তের বাঁধন’। নাটকটি রচনা করেছেন আরেক গুণী নাট্যপরিচালক জুবায়ের ইবনে বকর। এরইমধ্যে রাজধানীর অদূরে গাজীপুরের হাসনা হেনা শুটিং হাউজে এই নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। পরিচালক তানভীর তন্ময় জানান, রক্তের বাঁধন একটি পারিবারিক গল্পের নাটক। নাট্যকার জুবায়ের ইবনে বকর বলেন, সংসারে ভাবী আসার কারণে দুই ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরি করতে গিয়ে (আলাদা সংসার করার তাগিদে) শুধুই ভালোবাসার কারণে সেই সংসারটা টিকে যায়। আসলে ভালোবাসাই জীবনে অনেক বড়। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আরফান বলেন, এই ধরনের গল্পে এখন নাটক নির্মাণ খুব কম হয়। অনেকদিন পর মৌ, নিলয়ের সঙ্গে কাজ করতে গিয়ে লাভলু ভাইয়ের ধারাবাহিক নাটকের সময়টা বারবার চোখে ভাসছিলো। নিলয় অভিনয়ে আগের চেয়ে অনেক পরিপূর্ণ, হিমিও দারুণ অভিনয় করে।
