সম্মাননা পেলেন গোলাম শাহরিয়ার কবীর

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

ঢাকায় আয়োজিত বিজয় প্রমোশন মেলা-২০২৪-এ পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও সিইও গোলাম শাহরিয়ার কবীর সন্মাননা স্মারক অর্জন করেছেন। এফ আই ইভেন্ট ম্যানেজমেন্ট আয়োজিত এই মেলায় পারফেক্ট ইলেকট্রনিক্স কো-টাইটেল স্পন্সর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সফল উদ্যোক্তাদের জন্য মেলায় প্রদর্শিত হয়েছে ২০টি স্টল, যা উদ্যোক্তাদের সাফল্যের গল্প ও উদ্ভাবনী পণ্য তুলে ধরেছে।

এফ আই ইভেন্ট এর ব্র্যান্ড এম্বাসেডর হাসিনা আনছার তার অনুপ্রেরণামূলক বক্তব্যে অনুষ্ঠানের মাহাত্ম্য আরো বাড়িয়ে দিয়েছেন। এই সন্মাননা স্মারক বিজয়ের প্রতীক যা উদ্যোক্তাদের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।