‘কথা ক’ থেকে ‘এই শহর স্বার্থপর’

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনকে বেগবান করতে র‍্যাপার সেজানের ‘কথা ক’ শিরোনামের গানটি অগ্রণী ভূমিকা পালন করে। সেই সেজান এবার গাইলেন সিনেমায়। ‘প্রিয় মালতী’ সিনেমার একটি গুরুত্বপূর্ণ গান ‘এ শহর স্বার্থপর’। গানটিতে কণ্ঠ দিয়েছেন সেজান। এই শহর অর্থাৎ মহানগর ঢাকার নিম্নমধ্যবিত্তদের বঞ্চনা আর বৈষম্যের যাতাকলে পিষ্ঠ জীবনকে কেন্দ্র করেই গানটির কথা সাজানো হয়েছে। যেখানে বলা হয়েছে, মানুষ ভাসিয়া যায়, দুঃখের দিন...এ শহর বর্বর, আর ক্ষমাহীন। সেজাননের সাথে গানটিতে কণ্ঠ দিয়েছেন আহমেদ হাসান সানি। ‘এই শহর স্বার্থপর’ গানটির কথা লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন সেজান ও আহমেদ হাসান সানি। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সেজান। গত ১৭ ডিসেম্বর বেলা দেড়টায় প্রকাশ পায় গানটির টিজার। এতে সানি কে তার স্বভাবসুলভ ঢংয়ে শুনতে পাওয়া গেছে আর সেজানের কণ্ঠে ছিল র‌্যাপ অংশ। এই শহরে যে স্বার্থপর, সেটাই এ গান লেখার মূল ভিত্তি। গানটির প্রতি লাইনেই তাই প্রতিবাদ, রাগ ও ক্ষোভ রয়েছে বলে জানান সানি। গীতিকার ও কণ্ঠশিল্পী সানি বলেন, ‘এই শহরটা খুবই স্বার্থপর। এখানে ধনীরাই সুবিধাভোগী। গানের কথা, সুর ও গায়কীতে সেই ঢংটাই রাখার চেষ্টা করা হয়েছে।’