প্রেমের খবর দিলেন মধুমিতা!
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

ছোটপর্দায় দ্যুতি ছড়িয়েছেন মধুমিতা সরকার। এখন টলিউডে অভিনয়ের সুবাস ছড়াচ্ছেন। বছরের শেষে এসে সবাই যখন নতুন বছর নিয়ে ভাবছেন তখন মধুমিতা দিলেন প্রেমের খবর। তার সোশ্যাল হ্যান্ডেল সে কথাই বলছে। সামাজিক মাধ্যমে চলতি বছরের বিভিন্ন মুহূর্তের ছবি প্রকাশের পাশাপাশি দিয়েছেন প্রেমিকের হাতে হাত রাখা একটি ছবিও। অনেক কিছু দেয়ার পাশাপাশি ভালোবাসার মানুষও যে দিয়েছে অভিনেত্রী সেরকমই বুঝিয়েছেন বলে ধারণা সবার। মধুমিতা লিখেছেন, ‘নিজের নিয়মেই বছর শেষ হবে। সেটাকে তো আর আমি আটকে রাখতে পারব না। তবে ২০২৪-এ যা যা করেছি সেগুলো তো একবার ফিরে দেখতেই পারি। এই বছরটা ছিল আশীর্বাদে পরিপূর্ণ। কঠোর পরিশ্রমে এই জায়গা অর্জন করা আমার।’ আরো লেখেন, ‘এই বছরটা আমাকে শিখিয়েছে কীভাবে ছোট ছোট জিনিসেও জীবনে খুশিতে থাকতে হয়। জীবনের উপর আশা-ভরসা রাখতেও শিখিয়েছে। সাহস জুগিয়েছে আস্থা ও বিশ্বাস অটুট রাখার। তবে সময়ের ওপর বিশ্বাসও রাখতে হবে। তাহলেই সঠিক ফল পাওয়া যাবে।’ মুক্তির অপেক্ষায় আছে মধুমিতার সিনেমা ‘ফেলুবক্সী’। মধুমিতা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, পরীমনি প্রমুখ।
