সিনেমার আদলে ‘নয়া বাতাস’
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

প্রেমময় গানের ছন্দে তুমুল নাচের এক গানচিত্র ‘নয়া বাতাস’। যা অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ২৪ ডিসেম্বর, এইচবি ফিল্মসের ইউটিউব চ্যানেলে। অনেকটা সিনেমার আইটেম গানের আদলে তৈরি এই গানচিত্রটি যেন বড়দিনের আনন্দ-আমেজ নিয়ে হাজির হয়েছে। নির্মাতার দাবি, এতে অংশ নিয়েছেন শতাধিক শিল্পী! রকিব আলীর গীত রচনায়, শোভন রায়ের সুর ও সংগীত এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘নয়া দামান’-খ্যাত তোসিবা বেগম। সাথে ছিলেন এ সময়ের জনপ্রিয় র্যাপার রিযান। গানটি প্রসঙ্গে গীতিকার রকিব আলী জানান, ‘ব্যয়বহুল আয়োজন ও সবার অক্লান্ত পরিশ্রমে একটি সুন্দর কাজ হয়েছে। এরকম মিউজিক্যাল ফিল্ম সচরাচর দেখা যায় না। নির্মাতা ও পুরো টিম তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন একটা ভালো কাজ দর্শক-শ্রোতাদের উপহার দেয়ার জন্য।’ ‘নয়া বাতাস’ গানটিকে মূলত মিউজিক্যাল ফিল্মে রূপান্তর করেন তরুণ নির্মাতা বিপ্লব হোসেন।
