ঢাকা রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বছর শেষে কেমন ছিল টিভি নাটক

বছর শেষে কেমন ছিল টিভি নাটক

শেষের বাঁশি বেজেছে ২০২৪ এর। বছরের দ্বাদশ মাসে এসে পুরো বছরের হিসাব মিলাতে ব্যস্ত অনেকে। বাদ যাচ্ছে না টেলিভিশন নাটকও। গত কয়েক বছর ধরে টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও অবমুক্ত করা হচ্ছে অধিকাংশ নাটক। তাই সাফল্য ব্যর্থতার হিসেব কষতে গেলে চলে আসছে ইউটিউব প্ল্যাটফর্ম। প্রতি বছর দুই ঈদ উপলক্ষে টেলিভিশন ও ইউটিউবে প্রচুর নাটক প্রচারিত হয়। বাদ যায়নি শেষ হতে যাওয়া বছরও। ঈদ ছাড়া ভালোবাসা দিবসেও নাটক প্রচারের হিড়িক দেখা যায়। বছরের অন্যান্য সময়েও নাটক প্রচারিত হয়। তবে, সংখ্যাটা বেশ কম।

হঠাৎ গায়েব জোভান-মাহির ফেসবুক পেজ : এ বছরের অন্যতম দুই আলোচিত নাটক জাহিদ প্রীতমের বুক পকেটের গল্প ও তিলোত্তমা। তথাকথিত তারকাহীন দুটো নাটক দর্শকের মন জয় করেছে গল্প ও কুশীলবদের অভিনয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপ ও পেজে এ দুটো ফিকশনের দর্শকপ্রিয়তা লক্ষ্য করা গেছে। যার নাটক মানেই ভিউ, সেই কাজল আরেফীন অমি পরিচালিত ‘শেষমেশ’ ও ‘ফিমেল ৪’ ঝড় তুলেছে। প্রথম নাটকে ছিল মানবিকতার ছোঁয়া। পরের নাটকে পাওয়া গেছে হাস্যরসাত্মক সব মুহূর্ত। জিয়াউল হক পলাশ পরিচালিত ‘সন্ধ্যা ৭টা’ একই সঙ্গে দর্শককে হাঁসিয়েছে ও কাঁদিয়েছে। শেখ নাজমুল হুদা ইমন পরিচালিত ‘ভ্যানিশিং ম্যন’ ও ছিল আলোচনায়। থ্রিলার গল্পে নাটক নির্মাণে ভিকি জাহেদের জুড়ি মেলা ভার। যে রেশ তিনি রেখেছেন চলতি বছরেও। ‘তিথিডোর ‘ও হাজত’ ছিল তার আলোচিত কাজ। এ দুটো নাটকে যথাক্রমে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও তৌসিফ মাহবুব। প্রশংসিত হয়েছে তাদের অভিনয়। আশিকুর রহমানের ‘এভাবেও ফিরে আসা যায়’ ছিল বছরের অন্যতম আলোচিত নাটক। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘ভিতরে বাহিরে’ ছিল রোমান্টিক নাটক। দর্শকের প্রশংসা কুড়িয়েছে এ নাটক। জোভান ও তটিনী যেন ছিলেন পারফেক্ট ম্যাচ। মহিন খানের নির্মাণ ‘শ্বশুরবাড়িতে ঈদ’ আনন্দ দিয়েছে দর্শকদের। নিলয় আলমগীর ও হিমি জুটি আরো একবার চমক দেখিয়েছেন।

নিলয় আলমগীর ও হিমি : রাফাত মজুমদার রিংকু পরিচালিত ‘ভøগার মিতু’ ছিল সময়োপযোগী একটি নাটক। দর্শকের মাঝে সাড়া ফেলেছে ইয়াশ রোহান ও কেয়া পায়েলের রসায়ন। ‘চাঁদের হাট’ পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা। হাস্যরসাত্মক এ নাটক দর্শকের মাঝে ব্যাপক আলোড়ন তুলেছে। কেয়া পায়েলের সাথে এখানে জুটি বাধেন তৌসিফ মাহবুব। মিজানুর রহমান আরিয়ানের ‘ফুল হাতা শার্ট’ এসেছে আলোচনায়। এ নাটকে ইয়াশের জুটি ছিলেন সাদিয়া আয়মান। বছরের শেষ দিকে ইয়াশ রোহান ও তটিনী জুটির নতুন নাটক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। মিষ্টি প্রেমের গল্পে বুঁদ হয়েছে দর্শক এ নাটকে। এর আগে একই জুটির রাফাত মজুমদার রিংকুর ‘আমার থাকিস তুই’ ও ‘তাহার নামটি মায়া’ ও পেয়েছে দর্শকের ভালোবাসা।

তৌসিফ ও কেয়া পায়েল : বছর শেষে দেখা যাচ্ছে, নবাগত অভিনয়শিল্পীদের নাটক দর্শকের পছন্দের তালিকায় উঠে এসেছে। পুরনো জুটি ভেঙে গড়ে উঠছে নতুন জুটি। দর্শক গল্পকে প্রাধান্য দিচ্ছে, তারকা খ্যাতি নয়। দর্শকের পছন্দের তালিকায় ঠাঁই করে নিয়েছেন তটিনী, কেয়া পায়েল, ইয়াশ রোহান, তৌসিফ মাহবুব প্রমুখ। পরিবর্তনের ঢেউ কতটা বজায় থাকে তা বোঝা যাবে নতুন বছর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত