ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

আ লা প ন

মানুষ সম্পর্কে জানার ইচ্ছা নামিরার

মানুষ সম্পর্কে জানার ইচ্ছা নামিরার

হালের জনপ্রিয় উপস্থাপিকা, সাংবাদিক ও অভিনেত্রী নামিরা আহমেদ। ‘আলোকিত বাংলাদেশ’ বিনোদন প্রতিবেদকের সাথে বিনোদন জগত নিয়ে কথা বলছিলেন উপস্থাপিকা নামিরা।

কাজের শুরুটা জানতে চাই?

আমার কাজের শুরুটা হচ্ছে একুশে টেলিভিশন থেকে, একুশে টেলিভিশনের সবচেয়ে মজাদার ব্যাপারটা হলো আমি যখন নিউজ প্রেজেন্টার হিসেবে বিভিন্ন জায়গায় অডিশন দেই কেন জানি না কোনোভাবেই হচ্ছিল না, পরে যখন একুশে টেলিভিশনে অডিশন দিলাম তখন আমাকে জানালেন আপনার নিউজ প্রেজেন্টার না উপস্থাপকের জন্য চেষ্টা করা উচিত, তো সেই সুবাদেই পরের সপ্তাহে একটা অডিশন হলো পর পর তিনবার, এরপর আমি চান্স পেলাম এবং ২০২১ সালের নভেম্বরের ২১ তারিখ থেকে সাড়ে তিন বছর সিনে হিটস অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলাম।

আপনার কি কি প্রোগ্রাম করা হয়েছে?

একুশে টেলিভিশনের পর অন্যান্য প্রায় সব বেসরকারি টেলিভিশন ও ডিজিটাল প্লাটফর্মে কাজের সুযোগ হয়েছে। বাংলাদেশ টেলিভিশনেও অনুসন্ধানমূলক কাজে অংশগ্রহণ করেছিলাম। এখন পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনসহ আরো চার থেকে পাঁচটা টেলিভিশনে কাজ চলছে। আর আমার শুরুটাই হয়েছে কর্পোরেটিভ ইভেন্টের মধ্য দিয়ে। বিল্ডার্সদের একটা প্রোগ্রাম হয় সেই অনুষ্ঠানে আমাকে সঞ্চালনের দায়িত্ব দেয়া হয় এবং তারপর থেকে কর্পোরেট শোগুলো করা হয়েছে তারপরে মিডিয়ার ঝোঁক তৈরি হয় এবং কাজ করা শুরু হয়।

নাটকে অভিনয় করা হয়েছে?

গত বছর থেকে নাটকে অভিনয় করছি। প্রথম নাটক হচ্ছে রনক হাসান ভাইয়ের বিপরীতে ‘আমার সবই তোমার’। নাটকটি এখনো রিলিজ হয়নি খুব দ্রুতই রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। আলম আসাদ মিন্টু ভাইয়ের পরিচালনায় ব্লক নাটকের মাধ্যমে আমার স্কিনে আসা। এটাও গত বছরের অক্টোবরে রিলিজ হয়।

সিনেমার অফার পেয়েছেন?

যখন স্কিনে আসি তখন থেকেই সিনেমার অফার পাচ্ছি। প্রথমে সিনেমার অফার দেয় রফিক সিকদার ও ইকবাল ভাই। কিন্তু আমি এখন সিনেমার জন্য প্রস্তুত না। আমার কাছে মনে হয় রুপালি পর্দার জন্য একটু বেশি প্রস্তুতির দরকার আর সেই প্রস্তুতিটা যখন মনে হবে নিয়েছি তখন থেকেই আমি শুরু করব।

সাংবাদিকতা শুরু করা হয়েছে কবে থেকে?

আমার পড়াশোনা আইনি বিভাগে। যখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তখন থেকেই কোর্টে যাতায়াত আছে। সংবাদ কর্মীরা যারা এটার সাথে যুক্ত তাদের কোনো না কোনোভাবে দেশের সংবিধান জানতে হয় পড়তে হয়। সেই জায়গা থেকে আমার মনে হলো আমি সংবিধান নিয়ে পড়াশোনা করছি আমি যদি এখন সাংবাদিক হিসেবে আমার পেশাটা যুক্ত করি তাহলে হয়তো ভবিষ্যতে ভালো কিছু হবে।

আগামী দিনে আপনার যাত্রা কেমন চান?

একটা ল’ ফার্ম থাকবে এবং দেশের বাহিরে ট্রাভেল করার বেশি ইচ্ছা আছে। বিশেষ করে সাংবাদিক হয়ে বিভিন্ন নিউজ কালেক্ট করার উদ্দেশ্যে। বিশিষ্ট সাংবাদিকের মতো বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন জায়গায় ভ্রমণ করব এবং বিভিন্ন মানুষের সম্পর্কে জানব এটা একটা শখ।

সামনে তো অনেকগুলা দিবস আসছে এগুলোতে কোনো কিছু কাজ করা হয়েছে কি না?

দিবস বা ঈদে অলরেডি চার-পাঁচটা চ্যানেলের সাথে কাজের প্ল্যানিং চলছে। গত বছর যেমন সাতটা টেলিভিশন এবং ডিজিটাল মিডিয়ায় কাজ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত