শবনম ফারিয়ার স্ট্যাটাস
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

সম্প্রতি অভিনেত্রী শবনম ফারিয়া তার ফেসবুক পেজে একটি রহস্যময় স্ট্যাটাস দেন, যেখানে তিনি লেখেন- ‘এই কাইজ্জার চেয়ে ‘hwo much of this’ই ভালো ছিল! এটাই বাস্তব।’ যদিও তিনি সরাসরি কারো নাম উল্লেখ করেননি, তবে অনেকেই ধারণা করছেন, তিনি বারিশা হক ও ফাতেমা তনির চলমান বিতর্কের প্রসঙ্গেই এই মন্তব্য করেছেন। সাম্প্রতিক সময়ে বারিশা হক এবং ফাতেমা তনি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় আছেন।
বিভিন্ন ইস্যুতে তাদের বিতর্ক ঘিরে নেটিজেনদের আগ্রহ তুঙ্গে। শবনম ফারিয়ার পোস্টটি এই দুইজনের বিতর্কের প্রতিক্রিয়া হতে পারে বলে অনেকেই মনে করছেন।