ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’র আগেই আলোচনায় এসেছিল এর আইটেম গান ‘চাঁদ মামা’। ২৮ মার্চ ইউটিউবে গানটি প্রকাশের পর মাত্র সাত দিনের মাথায় ভিউ ছাড়িয়ে যায় ১ কোটির বেশি। একইসঙ্গে দুটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত গানটি ট্রেন্ডিংয়ের ১ ও ২ নম্বর স্থানে জায়গা করে নেয়। এক মাস ৪ দিন পেরিয়ে গেলেও গানটির জনপ্রিয়তা কমেনি। এখনও রিয়াল এনার্জি প্রডাকশন থেকে প্রকাশিত ‘চাঁদ মামা’ ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে। ভিউ ছাড়িয়ে গেছে ২ কোটি ৪৭ লাখ। অন্যদিকে প্রীতম হাসানের চ্যানেল থেকেও প্রকাশিত গানটি এখন আছে ট্রেন্ডিংয়ের ৩ নম্বরে।