ঢাকা শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

‘আমি খেলাধুলায় খুব একটা পারদর্শী না’

‘আমি খেলাধুলায় খুব একটা পারদর্শী না’

আগামীকাল ৫ মে থেকে শুরু হতে যাচ্ছে ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। বিনোদন অঙ্গনের জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে এরইমধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। অংশগ্রহণকারী তারকারা এখন প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। এই টুর্নামেন্ট নিয়ে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ক্রিকেটার না হলেও খেলাধুলার এমন আয়োজনকে দারুণ উৎসবমুখর বলে মনে করছেন তিনি।

কেয়া পায়েল বলেন, ‘আমরা পেশাদার খেলোয়াড় না, কিন্তু একই অঙ্গনের এত মানুষ একসঙ্গে একটি খেলায় অংশ নিচ্ছি এটা আমার কাছে দারুণ অভিজ্ঞতা। সবাই একসঙ্গে মাঠে খেলবে, হাসবে এটা যেন এক উৎসবের মতো। আমি সত্যিই খুব এক্সাইটেড।’ তিনি আরও বলেন, ‘ছোটবেলা থেকেই বাসায় আমার বাবা খুব আগ্রহ নিয়ে ক্রিকেট দেখতেন, সেখান থেকেই আমার ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি হয়। যদিও আমি নিজে খেলাধুলায় খুব একটা পারদর্শী না, তবে দৌড় প্রতিযোগিতায় আমি বরাবরই ভালো ছিলাম। স্কুলজীবনে দৌড় প্রতিযোগিতায় প্রায়ই প্রথম হতাম।’ সিসিএল শুধু একটি খেলা নয়, বরং শোবিজ অঙ্গনের মানুষের মধ্যে বন্ধন গড়ে তুলতেও কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করছেন অনেকে। অভিনেত্রী কেয়াও সেটিকে উৎসব হিসেবে দেখছেন যেখানে সহকর্মীদের সঙ্গে সময় কাটানো, খেলাধুলা আর আনন্দের সুযোগ মিলছে। এবারের সিসিএল-এ অংশ নিচ্ছেন নাটক, সিনেমা ও সংগীত জগতের অনেক পরিচিত মুখ। আয়োজকরা জানিয়েছেন, প্রতিটি ম্যাচ হবে উন্মুক্ত এবং সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও থাকছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত